শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিজয় দিবসের আগেই আইডি কার্ড পাবেন মুক্তিযোদ্ধারা : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী বিজয় দিবসের আগেই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শেষে আইডি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আয়োজক সংগঠন মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের  সভাপতি গাজী মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু প্রমুখ বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা ঈদ বোনাস ছাড়াও, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বোনাস পাবেন। এ ছাড়া চিকিৎসার জন্য সব সরকারি হাসপাতাল মুক্তিযোদ্ধাদের শতভাগ ব্যয় ভার বহন করবে। সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনের হবে। অন্য ধর্মাবলম্বী মুক্তিযোদ্ধাদের কবর কী ডিজাইনে হবে তাও আমরা বলেছি। বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

 যেসব স্থানে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি সেখানে স্মৃতিফলক তৈরি করা হবে। যত জায়গায় বধ্যভূমি আছে সেখানে অন্য নকশায় স্মৃতিফলক হবে। ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি সড়ক মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে। এ ছাড়াও আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাতিঘর তৈরি করার জন্য ১৫ লাখ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এটি পাস হয়ে গেছে।

সর্বশেষ খবর