বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ১০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে সাড়ে ৫০ কাঠা জমি বরাদ্দ দেওয়ার অভিযোগে গতকাল দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, মামলার আসামিরা হলেন আরডিএর সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, রাজশাহীর বোয়ালিয়ার বাসিন্দা মো. এনামুল হক, রাজশাহীর বাসিন্দা আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম, মো. খায়রুল আলম, রাজশাহীর ডা. মো. রবিউল ইসলাম স্বপন এবং অ্যাসথেটিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুল হক। মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার আটটি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করে নিয়ম বহিভর্‚তভাবে গোপনে সিদ্ধান্ত নেন।

জালিয়াতির মাধ্যমে আটটি দরপত্র তৈরি করে তা অনুমোদন করেন এবং দরদাতাদের মধ্যে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়। এ কারণে আসামিদের বিরুদ্ধে দ বিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর