বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আপন জুয়েলার্সের তিন মালিককে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আপন জুয়েলার্সের তিনজন কর্ণধার দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপপরিচালক মো. মোশাররফ  হোসাইন মৃধা স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের তলব করা হয়। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে দিলদার আহমেদ  সেলিমকে আজ বুধবার, গুলজার আহমেদকে আগামীকাল এবং আজাদ আহমেদকে ১ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির  হতে বলা হয়েছে।

 চিঠিতে তাদের সব আয়কর নথি, দেনা ও ব্যাংক ঋণ সংক্রান্ত নথিপত্র ও দুদকে দাখিল করা সম্পদ বিবরণীর তথ্যমতে সম্পদের আয়ের উৎস বিষয়ক কাগজ-পত্রসহ হাজির হতে বলা হয়েছে। আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৭ সালে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর অনুসন্ধানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদেও খোঁজ পাওয়া যায় বলে জানা গেছে। ২০১৭ সালের ১৮ অক্টোবর দিলদারদের তিন ভাইকে তলব করেছিল দুদক। তখন তারা সময় চেয়ে কমিশনে আবেদন করেন। এরপর তারা অন্যান্য মামলায় কারাগারে থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর