সাত বছর পর আজ অনুষ্ঠিত হবে বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে বরিশাল নগরী সেজেছে নবরূপে। বিমানবন্দর থেকে সম্মেলনস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যান পর্যন্ত নির্মাণ করা হয়েছে শতাধিক দৃষ্টিনন্দন তোরণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে নজরকাড়াভাবে। সম্মেলন ঘিরে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে অন্যান্য সময় সম্মেলনের আগে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে এক বা একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও এবার ব্যতিক্রম। মহানগর আওয়ামী লীগ সভাপতি পদে সদর আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নিজের প্রার্থিতা ঘোষণা করলেও আর কারোর নাম শোনা যাচ্ছে না। যদিও বিদায়ী সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেছেন, কাউন্সিলররা যদি চান তাহলে ফের তিনি একই দায়িত্ব নিতে রাজি আছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ কেউ এখন পর্যন্ত নিজেদের প্রার্থিতা ঘোষণা করেননি। তবে দলের ভিতরে সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জোরালো দাবি রয়েছে। সাধারণ সম্পাদক পদে দলের ভিতরে তার নাম এককভাবে আলোচিত হচ্ছে। অন্যদিকে আজকের সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনস্থলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বেলা ১১টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি ও জাহাঙ্গীর কবির নানক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন অতিথিরা। এর আগে সর্বশেষ মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। এর চার বছর পর ২০১৬ সালের ১৬ অক্টোবর দুলালকে সভাপতি এবং জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
বরিশাল মহানগর আওয়ামী লীগ সম্মেলনে বর্ণাঢ্য সাজসজ্জা
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর