ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৫ নম্বর ওয়ার্ড বাংলামোটর, ডাক্তার গলি, পেয়ারাবাগ, আমবাগান, পাগলামাজার, মগবাজার, নয়াটোলা, হাতিরঝিল আংশিক এলাকা নিয়ে গঠিত। বিভিন্ন সমস্যায় জর্জরিত নগরীর এ ওয়ার্ড। নাগরিকদের অভিযোগ, রাস্তা খোঁড়াখুঁড়ি আর জলাবদ্ধতার সমস্যা বেশি। রয়েছে অন্য সমস্যাও। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচিত হলে নাগরিক দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন এই সম্ভাব্য প্রার্থীরা। এ ওয়ার্ডের বাসিন্দারা জানান, এলাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশেই ময়লার ভাগাড় রয়েছে। ওয়াসার পানিতে রয়েছে শ্যাওলার গন্ধ, এটি পানযোগ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে সকালে গ্যাসের চাপ কম থাকে। এ সময় ভোগান্তিতে পড়েন গৃহিণীরা। এ ছাড়া বৃষ্টি হলে ওয়ার্ডের রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাদকের সমস্যা রয়েই গেছে। এ ছাড়াও রয়েছে নানা সমস্যা। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার। তিনি এ প্রতিবেদককে বলেন, নাগরিকদের নানা সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধান করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ থাকাকালীন মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হয়েছে। তবুও বেশকিছু কাজ অসম্পন্ন রয়েছে। রাস্তার পাশে থাকা ময়লার ভাগাড় সরানোর প্রক্রিয়া চলছে। আসন্ন নির্বাচনে তিনি ফের প্রার্থী হচ্ছেন। এ কাউন্সিলর বলেন, পুনরায় নির্বাচিত হয়ে অসম্পন্ন নাগরিক সমস্যা সমাধান করবেন। ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। কাউন্সিলর নির্বাচনে দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, এ ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই। একটি কমিউনিটি সেন্টার থাকলেও সেটির সুবিধা ওয়ার্ডের বাসিন্দারা পাচ্ছেন না। এলাকায় মাদকের সমস্যা রয়েই গেছে। একটু বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এসব নাগরিক সমস্যা সমাধান করব। কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন রমনা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল মুনীর চৌধুরী। তিনি প্রতিবেদককে বলেন, আমি সুখে-দুঃখে ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই। ভোটাররা আমাকে নির্বাচিত করলে তাদের নাগরিক দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখব। এলাকায় মাদকের যে প্রভাব রয়েছে তা থেকে ওয়ার্ডকে মুক্ত করব।
শিরোনাম
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আগস্ট থেকে তেলের উৎপাদন বাড়াবে ওপেক প্লাস
- রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি প্রার্থীদের
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর