ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৫ নম্বর ওয়ার্ড বাংলামোটর, ডাক্তার গলি, পেয়ারাবাগ, আমবাগান, পাগলামাজার, মগবাজার, নয়াটোলা, হাতিরঝিল আংশিক এলাকা নিয়ে গঠিত। বিভিন্ন সমস্যায় জর্জরিত নগরীর এ ওয়ার্ড। নাগরিকদের অভিযোগ, রাস্তা খোঁড়াখুঁড়ি আর জলাবদ্ধতার সমস্যা বেশি। রয়েছে অন্য সমস্যাও। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচিত হলে নাগরিক দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন এই সম্ভাব্য প্রার্থীরা। এ ওয়ার্ডের বাসিন্দারা জানান, এলাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশেই ময়লার ভাগাড় রয়েছে। ওয়াসার পানিতে রয়েছে শ্যাওলার গন্ধ, এটি পানযোগ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে সকালে গ্যাসের চাপ কম থাকে। এ সময় ভোগান্তিতে পড়েন গৃহিণীরা। এ ছাড়া বৃষ্টি হলে ওয়ার্ডের রাস্তার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাদকের সমস্যা রয়েই গেছে। এ ছাড়াও রয়েছে নানা সমস্যা। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার। তিনি এ প্রতিবেদককে বলেন, নাগরিকদের নানা সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধান করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ থাকাকালীন মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হয়েছে। তবুও বেশকিছু কাজ অসম্পন্ন রয়েছে। রাস্তার পাশে থাকা ময়লার ভাগাড় সরানোর প্রক্রিয়া চলছে। আসন্ন নির্বাচনে তিনি ফের প্রার্থী হচ্ছেন। এ কাউন্সিলর বলেন, পুনরায় নির্বাচিত হয়ে অসম্পন্ন নাগরিক সমস্যা সমাধান করবেন। ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। কাউন্সিলর নির্বাচনে দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, এ ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই। একটি কমিউনিটি সেন্টার থাকলেও সেটির সুবিধা ওয়ার্ডের বাসিন্দারা পাচ্ছেন না। এলাকায় মাদকের সমস্যা রয়েই গেছে। একটু বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এসব নাগরিক সমস্যা সমাধান করব। কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন রমনা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল মুনীর চৌধুরী। তিনি প্রতিবেদককে বলেন, আমি সুখে-দুঃখে ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই। ভোটাররা আমাকে নির্বাচিত করলে তাদের নাগরিক দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখব। এলাকায় মাদকের যে প্রভাব রয়েছে তা থেকে ওয়ার্ডকে মুক্ত করব।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি প্রার্থীদের
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর