শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ওসি এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিজমা সংক্রান্ত শালিস করার দায়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিকাইল হোসেন ও কামরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। জানা যায়, বটিয়াঘাটার সিলিন্ডামারী নামক স্থানে জনৈক গোবিন্দর জমিজমা সংক্রান্ত মামলায় আদালত স্থিতিবস্থা জারি করে। কিন্তু থানার ওসি ও দুই এএসআই  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির মালিকানা নিয়ে শালিস করে। এ সময় আর্থিক লেনদেনের ঘটনা ঘটে। এ বিষয়ে গোবিন্দ পুলিশ সুপার বরাবর আবেদন করলে গত ৯ ডিসেম্বর থেকে ওই তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। লিখিত আদেশে তাদের ‘পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে পুলিশ কর্মকর্তারা প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবুল কালাম আজাদ জানান, তদন্তের স্বার্থে তাদের সদরে আনা হয়েছে। তদন্ত শেষে তাদের আবারও থানায় পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর