শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘নাগরিকত্ব সংশোধনী বিল’ অনুমোদন হওয়ায় বাম দলগুলোর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

ভারতের লোকসভা ও রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের বাম দলগুলো। গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও দক্ষিণ এশিয়ায় এর বিশেষ অভিঘাত রয়েছে। এ আইনের মধ্য দিয়ে ধর্ম নিরপেক্ষতার ধারণাকে বাতিল করে দ্বিজাতি তত্ত্বকে উপমহাদেশের রাজনীতিতে পুনর্বহাল করা হলো।

এ ছাড়া বিল অনুমোদনে উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের বিবৃতিতে বলা হয়, কেবল ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে ভারতের নাগরিকত্ব প্রদান এবং মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে এ বিধানের আওতার বাইরে রাখা বিলটি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট। এতে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন-বৈষম্যের ঘটনা আরও বৃদ্ধি পাবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ভারতের সরকারকে নাগরিক বিল থেকে সরে আসার আহ্বান জানান। তারা বিলের বিরুদ্ধে ভারতের জনগণের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর