বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

৬১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ভৈরব সেতু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

৬১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ভৈরব সেতু

খুলনার প্রত্যন্ত দিঘলিয়া উপজেলা নদীবেষ্টিত একটি ব-দ্বীপ। এ উপজেলার তিনটি ইউনিয়ন ভৈরব নদীর পূর্বেপাড়ে অবস্থিত, দুটি ইউনিয়ন পশ্চিমপাড়ে এবং গাজীরহাট ইউনিয়ন আত্রাই নদী দ্বারা বিভক্ত। অধিকাংশ লোকের কর্মসংস্থান ও শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রতিনিয়ত নদী পারাপার হতে হয়। ফলে ভৈরব নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের।

অবশেষে মঙ্গলবার একনেক সভায় ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে উচ্ছ্বাস দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। জানা যায়, প্রকল্পের আওতায় ১৩১৬ দশমিক ৯৬ মিটার সেতু, এক কিলোমিটার এপ্রোচ রোড, দুই পাশে সার্ভিস রোড এবং ডিভাইডার নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। দিঘলিয়া-আড়–য়া-গাজীরহাট-তেরখাদা সড়কে ভৈরব নদীর ওপর সেতু নির্মিত হবে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান বলেন, সেতুটি নির্মাণ হলে এলাকায় শিল্প-কারখানা গড়ে উঠবে। শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ বাড়বে। চাষিরা উৎপাদিত ফসল সহজেই শহরে এনে বিক্রি করতে পারবে। এতে কর্মসংস্থানের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর