ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সহজ ও নিরাপদ লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাংকিং সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। নতুন হিসাব খোলা থেকে শুরু করে ব্যাংকিং সেবার সবকিছুই হাতের নাগালে মিলছে ব্যাংকগুলোর এসব প্যাভিলিয়নে। মেলা ঘুরে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকসহ বেসরকারি ইসলামী ব্যাংক, ডাচ্্-বাংলা ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের নিজ নিজ প্যাভিলিয়নে ব্যাংকিং খাতের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। মেলার স্টল মালিকদের জন্য ব্যাংকগুলো রেখেছে বিশেষ সুবিধা। বেচাকেনার অর্থ নগদ গ্রহণ ও প্রদান, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার ও পণ্যের ভ্যাট পরিশোধেরও ব্যবস্থা আছে। নান্দনিক প্যাভিলিয়ন দিয়েছে ইসলামী ব্যাংক। মূল প্রবেশদ্বার পার হয়েই বাঁ দিকে তাকালে চোখে পড়বে ব্যাংকটির এ প্রিমিয়ার প্যাভিলিয়ন। দেশের সার্বিক উন্নয়ন-অগ্রগতির প্রতিচ্ছবি তথা পোশাক শিল্প, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগোত্তর উন্নয়নের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্যাভিলিয়নটিতে। বাণিজ্য মেলায় এবারই প্রথম প্যাভিলিয়ন দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত জমা ও ঋণ গ্রহণ সম্পর্কিত বিভিন্ন সেবা ও পরামর্শ দিচ্ছে তারা। প্যাভিলিয়ন ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘‘তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা দিচ্ছি আমরা। আমাদের নতুন সংযোজন মোবাইল অ্যাপ্লিকেশন ‘এফএসআইবিএল ক্লাউড’-এর সেবা সম্পর্কে জানানো হচ্ছে গ্রাহকদের।’’ এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন কলাবাগান থেকে আসা কামরুজ্জামান। জানালেন, তাৎক্ষণিক বুথ থেকে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই স্বস্তিদায়ক।
শিরোনাম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)