ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সহজ ও নিরাপদ লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাংকিং সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। নতুন হিসাব খোলা থেকে শুরু করে ব্যাংকিং সেবার সবকিছুই হাতের নাগালে মিলছে ব্যাংকগুলোর এসব প্যাভিলিয়নে। মেলা ঘুরে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকসহ বেসরকারি ইসলামী ব্যাংক, ডাচ্্-বাংলা ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের নিজ নিজ প্যাভিলিয়নে ব্যাংকিং খাতের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। মেলার স্টল মালিকদের জন্য ব্যাংকগুলো রেখেছে বিশেষ সুবিধা। বেচাকেনার অর্থ নগদ গ্রহণ ও প্রদান, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার ও পণ্যের ভ্যাট পরিশোধেরও ব্যবস্থা আছে। নান্দনিক প্যাভিলিয়ন দিয়েছে ইসলামী ব্যাংক। মূল প্রবেশদ্বার পার হয়েই বাঁ দিকে তাকালে চোখে পড়বে ব্যাংকটির এ প্রিমিয়ার প্যাভিলিয়ন। দেশের সার্বিক উন্নয়ন-অগ্রগতির প্রতিচ্ছবি তথা পোশাক শিল্প, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগোত্তর উন্নয়নের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্যাভিলিয়নটিতে। বাণিজ্য মেলায় এবারই প্রথম প্যাভিলিয়ন দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত জমা ও ঋণ গ্রহণ সম্পর্কিত বিভিন্ন সেবা ও পরামর্শ দিচ্ছে তারা। প্যাভিলিয়ন ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘‘তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা দিচ্ছি আমরা। আমাদের নতুন সংযোজন মোবাইল অ্যাপ্লিকেশন ‘এফএসআইবিএল ক্লাউড’-এর সেবা সম্পর্কে জানানো হচ্ছে গ্রাহকদের।’’ এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন কলাবাগান থেকে আসা কামরুজ্জামান। জানালেন, তাৎক্ষণিক বুথ থেকে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই স্বস্তিদায়ক।
শিরোনাম
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ব্যাংকিং সেবার সবকিছু
ওলী আহম্মেদ, শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর