ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সহজ ও নিরাপদ লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাংকিং সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। নতুন হিসাব খোলা থেকে শুরু করে ব্যাংকিং সেবার সবকিছুই হাতের নাগালে মিলছে ব্যাংকগুলোর এসব প্যাভিলিয়নে। মেলা ঘুরে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকসহ বেসরকারি ইসলামী ব্যাংক, ডাচ্্-বাংলা ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের নিজ নিজ প্যাভিলিয়নে ব্যাংকিং খাতের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। মেলার স্টল মালিকদের জন্য ব্যাংকগুলো রেখেছে বিশেষ সুবিধা। বেচাকেনার অর্থ নগদ গ্রহণ ও প্রদান, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার ও পণ্যের ভ্যাট পরিশোধেরও ব্যবস্থা আছে। নান্দনিক প্যাভিলিয়ন দিয়েছে ইসলামী ব্যাংক। মূল প্রবেশদ্বার পার হয়েই বাঁ দিকে তাকালে চোখে পড়বে ব্যাংকটির এ প্রিমিয়ার প্যাভিলিয়ন। দেশের সার্বিক উন্নয়ন-অগ্রগতির প্রতিচ্ছবি তথা পোশাক শিল্প, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগোত্তর উন্নয়নের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্যাভিলিয়নটিতে। বাণিজ্য মেলায় এবারই প্রথম প্যাভিলিয়ন দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত জমা ও ঋণ গ্রহণ সম্পর্কিত বিভিন্ন সেবা ও পরামর্শ দিচ্ছে তারা। প্যাভিলিয়ন ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘‘তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা দিচ্ছি আমরা। আমাদের নতুন সংযোজন মোবাইল অ্যাপ্লিকেশন ‘এফএসআইবিএল ক্লাউড’-এর সেবা সম্পর্কে জানানো হচ্ছে গ্রাহকদের।’’ এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন কলাবাগান থেকে আসা কামরুজ্জামান। জানালেন, তাৎক্ষণিক বুথ থেকে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই স্বস্তিদায়ক।
শিরোনাম
- হঠাৎ বিয়ে করে চমকে দিলেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম
- আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব : বিমান উপদেষ্টা
- রিশাদের পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়
- রাজবাড়ীতে বিএনপি সমাবেশ: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের অঙ্গীকার
- কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ ঢাকাগামী দুই ইন্ডিগো বিমানের
- সলঙ্গায় ডোবার কচুরিপানার নিচ থেকে কঙ্কাল উদ্ধার
- বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- ‘দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’
- বিএনপি ক্ষমতায় আসলে হাওরবাসীর উন্নয়ন হবে : আনিসুল হক
- মাদক ও দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে: অতিরিক্ত আইজি
- ‘ট্যারিফের সমাধান না হলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে’
- আগুন নিয়ন্ত্রণে রোবটের ব্যবহার
- অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণসহ ২ কোটি টাকার মালামাল লুট
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ব্যাংকিং সেবার সবকিছু
ওলী আহম্মেদ, শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর