ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সহজ ও নিরাপদ লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাংকিং সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। নতুন হিসাব খোলা থেকে শুরু করে ব্যাংকিং সেবার সবকিছুই হাতের নাগালে মিলছে ব্যাংকগুলোর এসব প্যাভিলিয়নে। মেলা ঘুরে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকসহ বেসরকারি ইসলামী ব্যাংক, ডাচ্্-বাংলা ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের নিজ নিজ প্যাভিলিয়নে ব্যাংকিং খাতের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। মেলার স্টল মালিকদের জন্য ব্যাংকগুলো রেখেছে বিশেষ সুবিধা। বেচাকেনার অর্থ নগদ গ্রহণ ও প্রদান, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার ও পণ্যের ভ্যাট পরিশোধেরও ব্যবস্থা আছে। নান্দনিক প্যাভিলিয়ন দিয়েছে ইসলামী ব্যাংক। মূল প্রবেশদ্বার পার হয়েই বাঁ দিকে তাকালে চোখে পড়বে ব্যাংকটির এ প্রিমিয়ার প্যাভিলিয়ন। দেশের সার্বিক উন্নয়ন-অগ্রগতির প্রতিচ্ছবি তথা পোশাক শিল্প, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগোত্তর উন্নয়নের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্যাভিলিয়নটিতে। বাণিজ্য মেলায় এবারই প্রথম প্যাভিলিয়ন দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত জমা ও ঋণ গ্রহণ সম্পর্কিত বিভিন্ন সেবা ও পরামর্শ দিচ্ছে তারা। প্যাভিলিয়ন ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘‘তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা দিচ্ছি আমরা। আমাদের নতুন সংযোজন মোবাইল অ্যাপ্লিকেশন ‘এফএসআইবিএল ক্লাউড’-এর সেবা সম্পর্কে জানানো হচ্ছে গ্রাহকদের।’’ এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন কলাবাগান থেকে আসা কামরুজ্জামান। জানালেন, তাৎক্ষণিক বুথ থেকে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই স্বস্তিদায়ক।
শিরোনাম
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ব্যাংকিং সেবার সবকিছু
ওলী আহম্মেদ, শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর