ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের সহজ ও নিরাপদ লেনদেনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাংকিং সেবা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি পাঁচটি বাণিজ্যিক ব্যাংক। নতুন হিসাব খোলা থেকে শুরু করে ব্যাংকিং সেবার সবকিছুই হাতের নাগালে মিলছে ব্যাংকগুলোর এসব প্যাভিলিয়নে। মেলা ঘুরে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকসহ বেসরকারি ইসলামী ব্যাংক, ডাচ্্-বাংলা ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তাদের নিজ নিজ প্যাভিলিয়নে ব্যাংকিং খাতের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। মেলার স্টল মালিকদের জন্য ব্যাংকগুলো রেখেছে বিশেষ সুবিধা। বেচাকেনার অর্থ নগদ গ্রহণ ও প্রদান, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার ও পণ্যের ভ্যাট পরিশোধেরও ব্যবস্থা আছে। নান্দনিক প্যাভিলিয়ন দিয়েছে ইসলামী ব্যাংক। মূল প্রবেশদ্বার পার হয়েই বাঁ দিকে তাকালে চোখে পড়বে ব্যাংকটির এ প্রিমিয়ার প্যাভিলিয়ন। দেশের সার্বিক উন্নয়ন-অগ্রগতির প্রতিচ্ছবি তথা পোশাক শিল্প, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগোত্তর উন্নয়নের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্যাভিলিয়নটিতে। বাণিজ্য মেলায় এবারই প্রথম প্যাভিলিয়ন দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের নতুন হিসাব খোলা, বিভিন্ন আমানত জমা ও ঋণ গ্রহণ সম্পর্কিত বিভিন্ন সেবা ও পরামর্শ দিচ্ছে তারা। প্যাভিলিয়ন ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘‘তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা দিচ্ছি আমরা। আমাদের নতুন সংযোজন মোবাইল অ্যাপ্লিকেশন ‘এফএসআইবিএল ক্লাউড’-এর সেবা সম্পর্কে জানানো হচ্ছে গ্রাহকদের।’’ এটিএম বুথ থেকে টাকা তুলছিলেন কলাবাগান থেকে আসা কামরুজ্জামান। জানালেন, তাৎক্ষণিক বুথ থেকে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই স্বস্তিদায়ক।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
ব্যাংকিং সেবার সবকিছু
ওলী আহম্মেদ, শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর