শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
লাশ রাখা হয়েছে জেদ্দার মর্গে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার দুপুরে কর্মস্থল থেকে ফেরার সময় জেদ্দা-মক্কা রোডে তাদের বহনকারী গাড়িটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। নিহত তিনজনই জেদ্দার আল ইয়ামামাহ কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহত তিন প্রবাসী হলেন- টাঙ্গাইলের কালিহাতি থানার আউলাতৈল গ্রামের ফরহাদ আলীর ছেলে আল আমিন, নরসিংদীর মনোহরদি থানার উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাউসার মিয়া ও ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চরমোসলেন্দ গ্রামের কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া। জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের শ্রম কল্যাণ উইংয়ের এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর পাঠানো ওই পত্রে বলা হয়, নিহতদের লাশ জেদ্দায় মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর কনস্যুলেট প্রতিনিধি আল ইয়ামামাহ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিহতদের বকেয়া পাওনাদি পরিশোধসহ ওয়ারিশদের ইচ্ছানুযায়ী মৃতদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণ কিংবা স্থানীয়ভাবে দাফনের অনুরোধ করেছেন। জানা গেছে, শাকিল পরিবারের বড় ছেলে ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। কিছুদিন আগে দেশে এসে ব্যাংক থেকে ঋণ নিয়ে বসতঘর তৈরি করেছিলেন। নিহত কাউসার বিধবা মায়ের একমাত্র সন্তান। এ ছাড়া পাঁচ বছর আগে বিয়ে করা আল আমিনও ছিলেন পরিবারের একমাত্র সম্বল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর