রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষক সংকটেই চলছে পাঠদান

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর ইউনুচ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র সংখ্যা ১ হাজার ১০০ জন। প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন মাত্র ৫ জন। উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ৮০০। এখানে শিক্ষক আছেন মাত্র ৫ জন। একইভাবে কোতোয়ালি এলাকার ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলীর প্রাণহরি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ নগরী ও জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি থাকলেও শিক্ষক সংকটে শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম। শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন শিক্ষকের বিপরীতে ছাত্র সংখ্যা ৪০ জন থাকার কথা থাকলেও রয়েছে ১০০ থেকে ২০০ ছাত্রের ওপরে। এ অবস্থায় চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানে যেমনি শিক্ষকদের অসুবিধা হচ্ছে, তেমনিভাবে শিক্ষার মান নিয়েও প্রশ্ন উঠেছে অভিভাবকসহ সংশ্লিষ্টদের মাঝে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী ও জেলায়  প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২ হাজার ২৬৯টি। এর মধ্যে প্রধান শিক্ষকসহ মোট কর্মরত শিক্ষকের সংখ্যা ১২ হাজার ২৬৩ জন। এখানে প্রধান শিক্ষক পদে  ৪৪১ জন এবং সহকারী প্রধান শিক্ষক পদে ১ হাজার ২৩৫ জন। ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পাহাড়তলী থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশীদসহ সব থানা শিক্ষা কর্মকর্তার অভিন্ন তথ্য, অধিকাংশ বিদ্যালয়েই শিক্ষক সংকট রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর