সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ধর্মীয় মূল্যবোধে আঘাতের মামলায় কথিত পীর কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি

ধর্মীয় মূল্যবোধে আঘাতের মামলায় কিশোরগঞ্জের ভৈরব বাজারের কথিত পীর আবুল বাশার আল কাদরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. হাবিবুল্লাহ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ভৈরবের উমানাথপুরের গুলে মদিনা দরবার শরীফের কথিত পীর আবুল বাশার আল কাদরী পবিত্র কাবা ও মদিনা শরিফ, হজ ও ওমরা সম্পর্কে সম্প্রতি আপত্তিকর বক্তব্য প্রদান করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেন। এর প্রতিবাদে ভৈরবের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পীরের বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগ এনে কিশোরগঞ্জের আইনজীবী আমিনুল ইসলাম গত ১২ জানুয়ারি ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি তিনি হাই কোর্টে জামিনের আবেদন করলে হাই কোর্টের একটি বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর