সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মধু চুঁইঝাল বাগদা চিংড়িকে খুলনার পণ্য করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বাগদা চিংড়ির যেমন বিশ্বব্যাপী সুনাম আছে, তেমনি এখানকার চুঁইঝালের কদর ব্যাপক। এ ছাড়া সুন্দরবনের মধুর চাহিদাও অনেক। এ তিন পণ্যকে খুলনার ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধনের দাবি জানানো হয়েছে। গতকাল বিকালে খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে ‘ভৌগলিক নির্দেশক পণ্য নিবন্ধন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এ প্রস্তাবনা দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) ও খুলনা জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সভাপতিত্ব করেন ডিপিডিটির ডেপুটি রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।

সভায় খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিক্তি জেলা প্রশাসক মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর