বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব

নিজস্ব প্রতিবেদক

আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বার কাউন্সিলে অংশ নেওয়া সংক্রান্ত এক রিটের ধারাবাহিকতায় সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ তাকে হাজির হতে বলা হয়েছে। গতকাল প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এমন বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করে। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাই কোর্টে রিট করেন। এরপর ২৪ অক্টোবর হাই কোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেয়। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। যার শুনানিতে ওই ইউনিভার্সিটির ভিসিকে তলব করে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর