শিরোনাম
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওদের কাজ সোনা ডাকাতি

ডাকাত দলের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আন্তজেলা সোনার দোকানে ডাকাতির অভিযোগে আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অত্যাধুনিক বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, এক লাখ টাকা, ডাকাতি করা স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির অতিরিক্ত এসপি ফারুক হোসেন জানান, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বড় বড় বাজারের সোনার দোকানে একই পদ্ধতিতে সশস্ত্র ডাকাতি হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের মতলব উত্তর থানায় সোনা ডাকাতির বিষয়ে মামলা করা হয়। মামলাটির তদন্তে নেমে সিআইডি ডাকাত দলের সদস্য আনোয়ারকে শনাক্ত করে।

এই সূত্র ধরে আন্তজেলা ডাকাত দলের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি এবং স্থানীয় থানা পুলিশ।

এ সময় ডাকাতি করা স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ডাকাতি কাজে ব্যবহৃত স্পিডবোটও জব্দ করা হয়েছে। এদের মধ্যে ৮ জন ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও সিআইডি কর্মকর্তা ফারুক নিশ্চিত করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর