নগরের তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে এবার চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। মূলত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রবীণ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আহ্বানে গতকাল সন্ধ্যায় নগরীর হোটেল পেনিনসুলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্বাচন সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বৈঠক সূত্রে জানা গেছে, চসিক নির্বাচনে অধিকসংখ্যক ভোটার উপস্থিতি এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী কমিটি গঠনে গুরুত্বারোপ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ ছাড়া নিজেদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিজয় নিশ্চিত করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। মেয়র আ জ ম নাছির দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে বৈঠকে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি আসন্ন এই ভোটযুদ্ধকে হালকাভাবে না নিয়ে প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর জন্যও আহ্বান জানান। এই রুদ্ধদ্বার বৈঠকে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নির্বাহী কমিটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি, উত্তর জেলা সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম ফারুক প্রমুখ।
শিরোনাম
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
- মাত্র দুই দিনেই ম্লান হলো ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা!
- সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করলেন চসিকের মেয়র প্রার্থী রেজাউল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর