বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের বাল্ক সেলস ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘পার্টনার্স অ্যাওয়ার্ড ২০১৯’। গতকাল সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরার পণ্য বিক্রিতে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনকারী দেশের সাত ডিভিশনের পাঁচ শতাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে শতাধিক ব্যবসায়ীকে সর্বোচ্চ বিক্রির স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এর আগে তিনি আগত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। গত বছরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় পর্যায়ে আটা, ময়দা ও ভুসি বিক্রয়ে প্রথম স্থান অর্জনকারী ঢাকার মেসার্স মুসলিম স্টোরকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ৫ কাঠার প্লট, দ্বিতীয় স্থান অর্জনকারী চাঁদপুরের মেসার্স নাবা শ্রী ভান্ডারকে একটি ৩ কাঠার প্লট এবং তেলের জন্য প্রথম স্থান অর্জনকারী ঢাকার এস এন ট্রেডার্সকে একটি ৫ কাঠার প্লট এবং দ্বিতীয় স্থান অর্জনকারী চট্টগ্রামের মৃণাল ট্রেডিংকে একটি ৩ কাঠার প্লট দেওয়া হয়। এ ছাড়া সেরা বিক্রেতার স্বীকৃতিস্বরূপ মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হয় ডিলারদের। অনুষ্ঠানের মূল পবের্র শুরুতে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বাল্ক সেলসের প্রধান রেদোয়ানুর রহমান আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমরা ডিলারদের পার্টনার মনে করি। খাদ্যপণ্যের মান ও সেবা নিয়ে বসুন্ধরা কোনো আপস করে না।’ তিনি জানান, খুব শিগগিরই ডাল, সরিষার তেল, গুঁড়া মসলা, সিড ক্রাশার ও সানফ্লাওয়ার তেল বাজারে নিয়ে আসছে বসুন্ধরা গ্রুপ। আগামীতে বসুন্ধরা কীভাবে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারে এবং মানুষের কাছে বসুন্ধরার পণ্য আরও জনপ্রিয় করে তোলা যায় সে ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সেক্টর এ) ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.), সাপ্লাই চেইনের হেড অব ডিভিশন আব্দুস শুকুর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জেড এম আহমেদ প্রিন্সসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- বিসিএস পশুসম্পদ ক্যাডারে সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
পার্টনার্স অ্যাওয়ার্ড ২০১৯
শতাধিক ব্যবসায়ীকে পুরস্কৃত করল বসুন্ধরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর