মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের উপহার পাঠাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনার কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য উপহারসামগ্রী পাঠাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গতকাল নগরের বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকাদের জন্য সিএমপি কমিশনারের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেয় থানা পুলিশ। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পুলিশের পক্ষ থেকে উপহারসামগ্রী পাঠানো হচ্ছে। প্রথম দিন ৮০ জনের কাছে উপহারসামগ্রী পাঠানো হয়। পুলিশ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির কাছে উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি ও কোয়ারেন্টাইনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছে।’ জানা যায়, বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত এবং করোনা বিষয়ে সচেতনতা তৈরি করতেই সিএমপি এ উদ্যোগ নেয়। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম দিন ৮০ জনের কাছে উপহারসামগ্রী পাঠানো হয়। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত হচ্ছে, অন্যদিকে তাদের বোঝানো হচ্ছে- তারা পুলিশের নজরদারিতে রয়েছেন।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘খুলশী থানা এলাকায় কোয়ারেন্টাইনে থাকা পাঁচ পরিবারের কাছে পুলিশের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টাইন নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।’

সর্বশেষ খবর