প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছিল সন্ধ্যার পর সব মার্কেট বন্ধ করে দেওয়ার। একই আহ্বান জানিয়েছিল সিটি করপোরেশনও। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সন্ধ্যার পর নয়, টানা পাঁচ দিনের জন্য সিলেটের সব মার্কেট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতির উন্নতি না হলে মার্কেট খোলার সিদ্ধান্ত আরও পেছাবেন তারা। ব্যবসায়ীদের এ উদ্যোগ নগরবাসীর মাঝে প্রশংসা কুড়িয়েছে। ব্যবসায়ীরা এগিয়ে আসার পর একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে বেসরকারি বিভিন্ন অফিস। সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা চালানোর ফলে রাস্তাঘাটেও কমে গেছে যানবাহন ও জনসাধারণের চলাচল। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না লোকজন। ফলে সরকারি ঘোষণা না এলেও ধীরে ধীরে ‘স্বেচ্ছায় লকডাউনের’ দিকেই এগোচ্ছে সিলেট, এমনটা মনে করছেন সচেতন মহল। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও প্রবাসী অধ্যুষিত সিলেটের মার্কেটগুলো সরব ছিল ক্রেতাদের পদচারণায় মুখর। সদ্য বিদেশফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন না মেনে মার্কেটে আসতেন কেনাকাটায়। এমতাবস্থায় জনসমাগম ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া নগরীর সব মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। একই আহ্বান জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। প্রশাসন ও সিটি করপোরেশনের এ আহ্বানে সাড়া দিয়ে গত রবিবার রাতে বৈঠকে বসেন সিলেটের ব্যবসায়ীরা। বৈঠকে জননিরাপত্তার কথা চিন্তা করে তারা গত সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সিলেটের সব মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন। এদিকে, শুধু ব্যবসাপ্রতিষ্ঠান নয়, গতকাল সিলেটের অধিকাংশ বেসরকারি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান কর্মীদের বাসা থেকে অনলাইনে কাজ করার পরামর্শ দিয়েছে। গতকাল সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি ছিল খুবই কম। যেসব ব্যাংকে সকাল থেকে গ্রাহকদের উপচেপড়া ভিড় থাকত গতকাল সেসব ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন। সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম জানান, ‘সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি পাওয়ায় মানুষ এখন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই।’
শিরোনাম
- অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই
- চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার
- মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫
- সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার
- এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ
- ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায়
- কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
- সেই ফারিয়াসহ তিনজন কারাগারে
- মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ৩ বাংলাদেশি আলেম
- জাকের-শামিমের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারলো না বাংলাদেশকে
- শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- এমবাপের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের চতুর্থ টানা জয়
- বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
- ওমানে দেওয়াল ধসে ফটিকছড়ির ঠিকাদারের মৃত্যু
- নিজের দেশে ফিরে যাও: যুক্তরাজ্যে শিখ নারীকে ধর্ষণের পর বর্ণবাদী মন্তব্য
- যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জিএস মাজহারুল
- ‘কুলি’তে ক্যামিও নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার আমিরের
- গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আওয়ামী লীগ নেতার
- নতুন কোনো ফ্যাসিবাদকে শিকড় গাড়তে দেওয়া হবে না: মামুনুল হক
- জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু?
স্বেচ্ছায় ‘লকডাউন’র পথে সিলেট
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম