বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনার মাঝেই এনজিওর কিস্তি আতঙ্ক

খুলনায় প্রতিরোধের মুখে আদায়কারীরা

সামছুজ্জামান শাহীন, খুলনা

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মাঝেও খুলনায় বেসরকারি মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলো ঋণের কিস্তি আদায় বন্ধ করেনি। সপ্তাহের নির্দিষ্ট দিনে তারা কিস্তির টাকা নিতে বাড়ি বাড়ি হাজির হচ্ছে। এতে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া সাধারণ গ্রাহকরা বিপাকে পড়েছেন। এদিকে গতকাল টাকা আদায় করতে গিয়ে খুলনার রূপসায় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে কিস্তি আদায়কারীরা। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে আদায়কৃত টাকা গ্রাহককে ফেরত দেওয়া হয়। খুলনার ডুমুরিয়া কাঞ্চনপুর এলাকার আইয়ুব আলী মাহামুদ বলেন, সপ্তাহ এলেই সমিতির লোকেরা কিস্তির জন্য বাড়িতে এসে ধরনা দিচ্ছে। যতক্ষণ টাকা দেওয়া না হচ্ছে ততক্ষণ বাড়ি থেকে নামছে না। চাপের মুখে অনেকে গরু ছাগল বিক্রি করে কিস্তির টাকা দিয়েছে। একই অবস্থা খুলনার রূপসা, বটিয়াঘাটা, ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায়। ঋণ নেওয়া সাধারণ গ্রাহকরা বাইরে গিয়ে কাজকর্ম করতে না পারলেও মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলো চড়া সুদে ঋণের কিস্তি আদায় করছে। এদিকে এ বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল  খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩ জুন পর্যন্ত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেন ঋণগ্রস্ত অসহায় মানুষরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর