বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দেশে ব্যাপক হারে ওএমএস কর্মসূচি চালু করতে হবে : রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

দেশে ব্যাপক হারে ওএমএস কর্মসূচি চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের জন্য ওএমএস চালু করা জরুরি হয়ে পড়েছে। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে রাঙ্গা আরও বলেন, ঘরে ঘরে গিয়ে খাদ্য  পৌঁছে দেওয়া সরকারের জন্য দুরূহ হয়ে পড়বে। গরিব ও দুস্থ মানুষের জন্য ব্যাপক হারে ওএমএস কর্মসূচি চালু করলেই খেটে খাওয়া মানুষ বাঁচতে পারবে। মধ্যবিত্তরা ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারে না। আবার বিত্তবানদের ত্রাণ বিতরণের তালিকায় মধ্যবিত্তদের নাম থাকে না। তাই মধ্যবিত্তদের জীবন যাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই ওএমএস কর্মসূচিতে ১০ টাকা কেজি মূল্যে চাল এবং স্বল্প মূল্যে ডাল, তেলসহ নিত্যপণ্য বিতরণের আহ্বান জানান মসিউর রহমান রাঙ্গা। দিনমজুর, হোটেল শ্রমিক, বাস-টেম্পো-ইমারত-লঞ্চ শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে সহায়তা দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর