বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

অসহায়দের পাশে ইফতার নিয়ে সনজিত ও তিলোত্তমা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অসহায়দের পাশে ইফতার নিয়ে সনজিত ও তিলোত্তমা

শ্রমজীবী অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস (উপরে), ডাকসু সদস্য তিলোত্তমা শিকদারের খাবার বিতরণ (নিচে) -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার। সনজিত চন্দ্র দাস জানান, করোনাভাইরাসের কারণে এখন পর্যাপ্ত ইফতার পাওয়া যাচ্ছে না। তাই প্রতিদিন রান্না করা খাবার প্যাকেট করে অটোরিকশা নিয়ে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ করেন তিনি। রাস্তায় যেসব রোজাদার পাওয়া যায় তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রতিদিন প্রায় তিন শত গরিব-দুস্থ মানুষের ইফতারের ব্যবস্থা করতে পারছেন সনজিত ও তার সহযোগীরা। একাজে ১০-১২ জন স্বেচ্ছাসেবক সহযোগিতা করছেন। সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টিও নিশ্চিত করতে নজর রাখছেন তারা।  মানুষের পাশে তিলোত্তমাও : সনজিত চন্দ্র দাসের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও সিনেট সদস্য তিলোত্তমা শিকদার। রমজানের শুরু থেকে তিনিও নিজ জেলা বরিশালে ভাসমান অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছেন। তিলোত্তমা শিকদার জানান, করোনাভাইরাসের কারণে বরিশাল লকডাউন থাকায় এখানকার নিম্নপেশাজীবী মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। ফলে রমজানের প্রথম দিন থেকেই আমি উদ্যোগ নিই এসব মানুষের ইফতারের ব্যবস্থা করার। প্রতিদিন ভ্যানে করে রান্না করা খাবার নিয়ে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে বিতরণ করছি। রমজানের প্রথম পাঁচ দিন নিজের অর্থায়নেই ইফতারসামগ্রী বিতরণ করেছেন তিলোত্তমা শিকদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর