শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে প্রবেশ ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনা পরিস্থিতির মধ্যে আসছে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উৎসবকে ঘিরে মুসলমানদের থাকে নানা প্রস্তুতি। তবে এবারের ঈদ ঘরে বসেই পালন করতে হবে প্রতিটি মুসলমানকে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মজীবী মানুষকে রাজশাহীতেও আসতে দেওয়া হবে না। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। শুধু তাই নয়, এবার ঈদে জনসমাগম ঠেকাতে মাঠে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর ঈদে বাইরের জেলা থেকে রাজশাহীতে প্রবেশ ঠেকাতেও নেওয়া হচ্ছে জোর প্রস্তুতি।

স্থানীয় পুলিশ-প্রশাসন মনে করছে, করোনা মোকাবিলায় যে যেখানে আছেন, সেখানেই তাকে ঈদ করতে হবেÑ সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা আসবে। তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, ঈদ উপলক্ষে বাইরের জেলা থেকে রাজশাহীতে প্রবেশ এবং সব ধরনের জনসমাগম ঠেকাতে তারা প্রস্তুত।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, ‘আমরা বিভিন্ন চেকপোস্টের সংখ্যা বাড়িয়েছি। কোনোভাবেই যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সর্তকর্তা অবলম্বন করেছি। এ ছাড়া আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাব।’

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘এখনো তো রাজশাহীতে লকডাউন চলছে। গণপরিবহনও বন্ধ। ঈদ পর্যন্ত এমন চললে তো রাজশাহীতে এমনিতেই আসার সুযোগ নেই। তার পরও কেউ কেউ হয়তো ভিন্ন কৌশলে রাজশাহীতে ঢোকার চেষ্টা করবেন। আমরা তা মোকাবিলা করব।’

তিনি বলেন, ‘আমরা অগামী ১৭ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা পাব। সেই নির্দেশনা এলে আমরা বুঝতে পারব পরিস্থিতি কোন দিকে যাবে। সে নির্দেশনা অনুযায়ী আমরা নতুন পদক্ষেপ নেব। তবে ঈদ উপলক্ষে রাজশাহী আসা যাবে না, এটি ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

 

সর্বশেষ খবর