বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

প্রথমবারের মতো মোবাইল অ্যাপসে চাল সংগ্রহ খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সরকারিভাবে চাল সংগ্র্রহ অভিযানে স্বচ্ছতা আনতে ‘উরমরঃধষ জরপব চৎড়পঁৎবসবহঃ’ মোবাইল অ্যাপসের মাধ্যমে খুলনায় মিলারদের কাছ থেকে চাল ক্রয় শুরু হয়েছে। গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার খাদ্য গুদামে (এলএসডি গোডাউন) মোবাইল অ্যাপস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। জানা যায়, সরকারের চাল সংগ্রহ কার্যক্রমকে ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সমন্বয় করা এবং স্বচ্ছ-সহজতর আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। এতে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে মিলারদের কাছ থেকে চাল ক্রয় সম্ভব হবে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান ও ধান-চাল ক্রয় মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুস সোবহান।

সর্বশেষ খবর