বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে চীনা কমিউনিস্ট পার্টি

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।

গতকাল দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত চীনা কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের মধ্যে ভিডিও কনফারেন্সে এমনই আশ্বাস দেওয়া হয় চীনের পক্ষ থেকে। নগর ভবনে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব সেন্ট্রাল কমিটি, কমিউনিস্ট পার্টি অব চায়না (আইডিসিপিসি), বাংলাদেশ আওয়ামী লীগ, হুবেই প্রদেশ ও ডিএনসিসির মধ্যে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মি আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য তারিক হাসান শমী, তরুণ কান্তি দাস বাংলাদেশ প্রান্ত থেকে বক্তৃতা করেন। অন্যদিকে আইডিসিপিসির পক্ষে ভাইস মিনিস্টার কুও ইয়েঝাও, ডাইরেক্টর জেনারেল (বুরো-১) সুন হাইইয়ান, ডেপুটি ডাইরেক্টর জেনারেল (বুরো-১) মা শুয়েসং, ডিভিশন ডাইরেক্টর (বুরো-১) লি চিনইয়ান, ডেপুটি ডিভিশন ডিরেক্টর (বুরো-১) তান ওয়েই ওয়েবিনারে অংশ নেন। বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও সরকারের সঙ্গে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) ও চীন সরকার কভিড-১৯ মোকাবিলায় অভিজ্ঞতা ও আলোচনার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে প্রথমেই বাংলাদেশের সঙ্গে এ অভিজ্ঞতা বিনিময় হলো। ওয়েবিনারটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ ও আইডিসিপিসি অভিজ্ঞতা বিনিময় করে। এবং পরে ডিএনসিসি ও হুবেই প্রদেশের কর্মকর্তাগণ আলোচনায় অংশগ্রহণ করেন। কভিড-১৯ মোকাবিলায়, বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, চীনের অভিজ্ঞতা তুলে ধরা হয়। সে অনুযায়ী বাংলাদেশ কভিড-১৯ নিয়ন্ত্রণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের আলোকচবৃন্দ। চীন বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয়।

সর্বশেষ খবর