শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা
রাজশাহী

ঈদের কেনাকাটা করতে মার্কেটে গেলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ঈদের কেনাকাটা করতে বের হলেই ধরে ধরে জরিমানা করা হচ্ছে। গতকাল সকাল থেকে নগরীর সাহেববাজারে এমন অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এর আগে বুধবার খুব প্রয়োজন ছাড়া রাজশাহী শহরে ঘোরাফেরা করলেই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না থাকায়ও জরিমানা করা হয়। এর আগের দিন অপ্রয়োজনে বের হলে রাস্তায় দাঁড় করিয়ে রেখে শাস্তি দেওয়া হয়। তবে গতকাল থেকে আরও কঠোর হয়েছে প্রশাসন। পুলিশ ও সেনাবাহিনী কঠোরভাবে দায়িত্ব পালন করছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে আগেই সারা দেশের মার্কেট-দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়। কিন্তু ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার সিদ্ধান্ত আসে। এরপর সামাজিক দূরত্ব না মেনেই ব্যবসা করছিলেন রাজশাহীর দোকানিরা। এ অবস্থায় গত সোমবার বিকালে জেলা আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় ওষুধ, জরুরি সেবা, খাবার ও কাঁচাবাজার ছাড়া রাজশাহীর সব দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়। এর পর থেকে কঠোর অবস্থানে প্রশাসন। জেলা প্রশাসক হামিদুল হক বলেন, জনস্বার্থেই রাজশাহীর মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়েছে। শুধু রাজশাহী মহানগরী নয়, সব উপজেলার জন্যও এ সিদ্ধান্ত প্রযোজ্য। এ সিদ্ধান্ত কার্যকরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রয়োজন হলে তারা আরও কঠোর হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর