বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

বরিশালের হাটে অন্যরকম চিত্র

রাহাত খান, বরিশাল

বরিশালের হাটে অন্যরকম চিত্র

বরিশালে চরমোনাই দরবার শরিফ মাঠে ক্রেতার অপেক্ষায় গরু নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা -বাংলাদেশ প্রতিদিন

বরিশালে করোনাকালে কোরবানির পশুর হাটে অন্যরকম চিত্র। দূর-দূরান্ত থেকে ব্যাপারী ও খামারিরা গরু নিয়ে কোরবানির পশুর হাটে এলেও ক্রেতা নেই। হাটে পশুর প্রচুর সরবরাহ থাকলেও ক্রেতা না থাকায় হতাশা নিয়ে লাভ-লোকসানের হিসাব কষছেন তারা। করোনাকালে অনেক মানুষ কোরবানি দেবে না এমন ধারণায় ক্রেতারা এবার পশুর দাম কমার আশায় থাকলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না। কোরবানির আর মাত্র ৪ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত বাজার যাচাই করছেন ক্রেতারা। তবে পশুর হাটে পুরোপুরি উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব রক্ষায় জেলায় এবার কোরবানির পশুর হাটের সংখ্যা বাড়ানোর কথা বলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এবার বরিশাল নগরীর বাঘিয়ায় স্থায়ী একটি এবং কাউনিয়া টেক্সটাইল ও রূপাতলী দপদপিয়া সেতু এলাকায় অস্থায়ী দুটি কোরবানির পশুর হাট স্থাপনের অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। এদিকে জেলার ১০ উপজেলায় এবার কোরবানির পশুর অস্থায়ী হাট বসেছে ৫৮টি এবং স্থায়ী হাট ২০টি। হাটগুলোতে স্বাস্থ্যবিধির কোনো ধরনের বালাই নেই। এ নিয়ে কোনো পদক্ষেপও নেই প্রশাসনের। তবে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি রক্ষায় জেলায় এবার হাটের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জাল টাকা শনাক্ত এবং ক্রেতা-বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রতিটি পশুর হাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সর্বশেষ খবর