মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দ্বিগুণ হচ্ছে সিলেট সিটি বাড়বে সেবাও

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দ্বিগুণ হচ্ছে সিলেট সিটি বাড়বে সেবাও

প্রতিষ্ঠার দেড় যুগ পর বর্ধিত হতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন এলাকা। দক্ষিণ সুরমা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত করে আয়তন প্রায় দ্বিগুণ করা হচ্ছে। গতকাল নতুন অন্তর্ভুক্ত এলাকার তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। অধিভুক্ত এলাকা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করতে বলা হয়েছে। সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধিতে নাগরিক সেবাও বাড়বে বলে আশাবাদী নগরবাসী। জেলা প্রশাসন থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে সিটি করপোরেশনের আওতাভুক্ত করা হয়েছে সিলেট সদর উপজেলার চারটি ও দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কিছু মৌজা। গণবিজ্ঞপ্তিতে যেসব এলাকা সিলেট সিটির অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো- সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের কুমারগাঁও, মইয়ার চর (দাগ নম্বর ৭৭, ৮২, ৮৩, ৮৯, ৯০, ৯১ ছাড়া), খুরুমখলা শাহপুর, আখালিয়া, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর প্রথম খন্ড, টিলাগড়, দেবপুর, কসবা কুইটুক, সুলতানপুর চক, পেশনেওয়াজ, টুলটিকর ইউনিয়নের সাদিপুর প্রথম খন্ড, টিলাগড় ও দেবপুর। দক্ষিণ সুরমার এলাকাগুলো হলো- কুচাই ইউনিয়নের হবিনন্দি, মণিপুর, আলমপুর, গোটাটিকর, বরইকান্দি ইউনিয়নের পিরিজপুর, ধরাধরপুর, বরইকান্দি, গোধরাইল এবং তেতলী ইউনিয়নের ধরাধরপুর, বরইকান্দি (অবশিষ্টাংশ), বলদী (দাগ নম্বর ২১৯৯-২৩৪৯, ৩৫০৯-৩৫১১, ৩৫১৩, ৩৫৩৫)। তবে আগে এসব মৌজার যেসব অংশ সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি অংশ এখন অন্তর্ভুক্ত করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম জানান, সিটি করপোরেশন এলাকা সম্প্রসারিত করতে নতুন এলাকা আওতাভুক্ত করা হচ্ছে। এ লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন আওতাভুক্ত এলাকা নিয়ে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তা লিখিতভাবে ৮ সেপ্টেম্বরের মধ্যে জানানো যাবে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, বর্তমানে সিলেট সিটির আয়তন ২৬.৫ বর্গ কিলোমিটার। নতুন এলাকা যুক্ত হওয়ার পর করপোরেশনের আয়তন প্রায় দ্বিগুণ হবে। মাস্টারপ্ল্যান অনুযায়ী সিটি করপোরেশনের আয়তন আরও বাড়ানো প্রয়োজন। সিটি করপোরেশনের আয়তন যত বাড়বে, সেবার পরিধিও তত বাড়বে। এতে অধিকসংখ্যক মানুষও সেবার আওতায় আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর