বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিডা

চার বছরে বিদেশি বিনিয়োগ এসেছে সাড়ে ৯৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

চার বছরে বিদেশি বিনিয়োগ এসেছে সাড়ে ৯৩ হাজার কোটি টাকার। এর মধ্যে ২০১৬-২০ অর্থবছরে দেশে প্রায় ১১ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৯৩ হাজার কোটি টাকা। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চার বছরপূর্তি উপলক্ষে নিজস্ব কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান দুই অঙ্কে নিয়ে আসার লক্ষ্যে সূচকভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে আট ধাপ এগিয়ে ১৬৮-তে উন্নীত হয়েছে। সিরাজুল ইসলাম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে দিতে বিডা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় দেশের প্রথম ইন্টার অপারেবল ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল প্রস্তুত করেছে। ৩৫টি সংস্থা থেকে ১৫৪টি সেবাকে ওএসএস কার্যক্রমের মাধ্যমে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে বিডা ২১টি সেবা ওএসএসের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং শিগগিরই আরও ১৬টি সেবা এ তালিকায় যুক্ত হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর