কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে গতকাল বেলা ১২টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোমেনা আক্তার সুফিয়া (৬৫) নামে এক নারী মারা গেছেন। তিনি মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আবদুস সালামের স্ত্রী। হাসপাতালে থাকা আবদুস সালামের ভাতিজা হোসাইন আহম্মদ তার চাচির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। শনিবার দুপুরে আবদুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে মোমেনা আক্তার সুফিয়া ছাড়াও রয়েছেন কামাল মিয়া (৩৫), আনোয়ার হোসেন (২৫), পারভীন আক্তার (১৫), তাসলিমা আক্তার (২০), উম্মে হানী (২), উম্মে হানিফা (তিন মাস), জুয়েনা আক্তার (২৫) ও তহুরা আক্তার (১২)।
তাদের মধ্যে পারভীন, তাসলিমা ও কামালের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের হাসপাতালে নিয়ে যায়।