বুধবার, ১১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকে প্যানেল প্রত্যাশীদের অনশন চলছেই

নিজস্ব প্রতিবেদক

প্যানেল করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাথে অনশন চলছেই। গতকাল অনশনের ২২তম দিন পার করেছেন চাকরি প্রার্থীরা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী কমিটি ২০১৮-এর ব্যানারে তারা এ কর্মসূচি চালিয়ে আসছে। কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ২০১৮ সালের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মাত্র ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। এদের মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

শূন্যপদ থাকলেও তখন আমাদের নিয়োগ দেওয়া হয়নি। নতুন করে পরীক্ষা না নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।

চাকরি প্রার্থীরা জানান, গত ২২ দিনের অনশনে প্রায় ২০৫ জন অসুস্থ হয়েছেন। গুরুতর অসুস্থদের মধ্যে ৮২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দাবি মেনে না  নেওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানান তারা।

সর্বশেষ খবর