মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাস্কর্যবিরোধিতার মামলা প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করার অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দুটি সংগঠন। বাংলাদেশ খেলাফত মজলিস : সংগঠনের আমির মাওলানা ইসমাঈল নূরপুরীসহ শীর্ষ নেতারা গতকাল এক বিবৃতিতে বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।  খেলাফত মজলিস : সংগঠনের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইসলামে যা হারাম বা নিষিদ্ধ- সেটা ভাস্কর্য বা মূর্তি যাই হোক তাকে হালাল বা বৈধ বলার সুযোগ নেই। তারা আল্লামা জোনায়েদ বাবুনগরীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর