এই প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আয়োজন করেছে। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে কাল ১৪ জানুয়ারি দুপুর ২টা থেকে রাজধানীর আকাশে পুরান ঢাকার ৭৫টি ওয়ার্ড একযোগে এই উৎসবে ঘুড়ি ওড়াবে। গতকাল মঙ্গলবার নগরভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা সিটি কপোরেশনের (দক্ষিণ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটির আকাশ রাঙাতে করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ডিভিডি প্রকাশ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ২০টি মৌলিক গানের অডিও-ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ। মঙ্গলবার রাতে রাজধানীর শিশু কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ। আলোচনা শেষে নিজ নিজ পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে প্রদান করা হয় স্মারক সম্মাননা। এর মধ্যে সাংবাদিকতায় ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভির রিপোর্টার জ ই বুলবুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি’ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান : জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন। আজ (বুধবার) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশগ্রহণ করবে শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা। পরিচ্ছন্নতা অভিযান শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রতিশ্রুতিশীল ও বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর বিকাল ৩টায় সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে শিশু-কিশোর, প্রতিশ্রুতিশীল এবং বরেণ্য শিল্পীরা।
শিরোনাম
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
ডিএসসিসির সাকরাইন উৎসব কাল
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর