এই প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আয়োজন করেছে। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে কাল ১৪ জানুয়ারি দুপুর ২টা থেকে রাজধানীর আকাশে পুরান ঢাকার ৭৫টি ওয়ার্ড একযোগে এই উৎসবে ঘুড়ি ওড়াবে। গতকাল মঙ্গলবার নগরভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা সিটি কপোরেশনের (দক্ষিণ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটির আকাশ রাঙাতে করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ডিভিডি প্রকাশ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ২০টি মৌলিক গানের অডিও-ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ। মঙ্গলবার রাতে রাজধানীর শিশু কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ। আলোচনা শেষে নিজ নিজ পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে প্রদান করা হয় স্মারক সম্মাননা। এর মধ্যে সাংবাদিকতায় ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভির রিপোর্টার জ ই বুলবুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি’ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান : জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন। আজ (বুধবার) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশগ্রহণ করবে শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা। পরিচ্ছন্নতা অভিযান শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রতিশ্রুতিশীল ও বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর বিকাল ৩টায় সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে শিশু-কিশোর, প্রতিশ্রুতিশীল এবং বরেণ্য শিল্পীরা।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
ডিএসসিসির সাকরাইন উৎসব কাল
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর