এই প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আয়োজন করেছে। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে কাল ১৪ জানুয়ারি দুপুর ২টা থেকে রাজধানীর আকাশে পুরান ঢাকার ৭৫টি ওয়ার্ড একযোগে এই উৎসবে ঘুড়ি ওড়াবে। গতকাল মঙ্গলবার নগরভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা সিটি কপোরেশনের (দক্ষিণ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটির আকাশ রাঙাতে করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ডিভিডি প্রকাশ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ২০টি মৌলিক গানের অডিও-ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ। মঙ্গলবার রাতে রাজধানীর শিশু কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ। আলোচনা শেষে নিজ নিজ পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে প্রদান করা হয় স্মারক সম্মাননা। এর মধ্যে সাংবাদিকতায় ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভির রিপোর্টার জ ই বুলবুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি’ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান : জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন। আজ (বুধবার) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশগ্রহণ করবে শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা। পরিচ্ছন্নতা অভিযান শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রতিশ্রুতিশীল ও বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর বিকাল ৩টায় সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে শিশু-কিশোর, প্রতিশ্রুতিশীল এবং বরেণ্য শিল্পীরা।
শিরোনাম
- মেট্রোরেলের চলাচল সময় ও ট্রিপ বাড়ছে
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৫৪
- ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
- নারায়ণগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
- ব্যারিকেড ভেঙে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ
- প্রেমের টানে ভারতীয় যুবকের সাথে দেশ ত্যাগের পরিকল্পনা তরুণীর, অতঃপর...
- হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক চলছে
- নেত্রকোনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু
- আনিসুল-সালমানদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষের নির্দেশ
- ইউটিউবে সুজানের নতুন গান ‘নিঝুম রাত’
- মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়: ঢামেক পরিচালক
- দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল
- বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে স্বাবলম্বী ২৯ হাজার পরিবার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
- ১০ হাজার মানুষের একমাত্র ভরসা কাঠের সেতু এখন অকেজো
- 'অশ্লীল' তকমা দিয়ে নিষিদ্ধ করা হয় মাধুরীর গান
- গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী
- টানা জয়ের বিশ্বরেকর্ড এককভাবে মরক্কোর
- ট্রাকচাপায় জাবি ছাত্রী নিহত
- ৫ দফা দাবিতে গোপালগঞ্জে ইসলামী আন্দোলনের মানববন্ধন