এই প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আয়োজন করেছে। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে কাল ১৪ জানুয়ারি দুপুর ২টা থেকে রাজধানীর আকাশে পুরান ঢাকার ৭৫টি ওয়ার্ড একযোগে এই উৎসবে ঘুড়ি ওড়াবে। গতকাল মঙ্গলবার নগরভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা সিটি কপোরেশনের (দক্ষিণ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটির আকাশ রাঙাতে করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ডিভিডি প্রকাশ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ২০টি মৌলিক গানের অডিও-ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ। মঙ্গলবার রাতে রাজধানীর শিশু কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ। আলোচনা শেষে নিজ নিজ পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে প্রদান করা হয় স্মারক সম্মাননা। এর মধ্যে সাংবাদিকতায় ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভির রিপোর্টার জ ই বুলবুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি’ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান : জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন। আজ (বুধবার) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশগ্রহণ করবে শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা। পরিচ্ছন্নতা অভিযান শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রতিশ্রুতিশীল ও বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর বিকাল ৩টায় সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে শিশু-কিশোর, প্রতিশ্রুতিশীল এবং বরেণ্য শিল্পীরা।
শিরোনাম
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
- বগুড়ায় দুই হোটেলকে লাখ টাকা জরিমানা
- নাটোরে বাস-ট্রাকে তল্লাশি, ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
ডিএসসিসির সাকরাইন উৎসব কাল
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর