এই প্রথমবারের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের আয়োজন করেছে। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে কাল ১৪ জানুয়ারি দুপুর ২টা থেকে রাজধানীর আকাশে পুরান ঢাকার ৭৫টি ওয়ার্ড একযোগে এই উৎসবে ঘুড়ি ওড়াবে। গতকাল মঙ্গলবার নগরভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা সিটি কপোরেশনের (দক্ষিণ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটির আকাশ রাঙাতে করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ডিভিডি প্রকাশ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ শীর্ষক ২০টি মৌলিক গানের অডিও-ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনার আয়োজন করেছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ। মঙ্গলবার রাতে রাজধানীর শিশু কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ। আলোচনা শেষে নিজ নিজ পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জনকে প্রদান করা হয় স্মারক সম্মাননা। এর মধ্যে সাংবাদিকতায় ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য এশিয়ান টিভির রিপোর্টার জ ই বুলবুলকে সম্মাননা স্মারক দেওয়া হয়। দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি’ ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান : জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন। আজ (বুধবার) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এতে অংশগ্রহণ করবে শিশু-কিশোর, যুব, ছাত্র-শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা। পরিচ্ছন্নতা অভিযান শেষে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রতিশ্রুতিশীল ও বরেণ্য চারুশিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর বিকাল ৩টায় সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে শিশু-কিশোর, প্রতিশ্রুতিশীল এবং বরেণ্য শিল্পীরা।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
ডিএসসিসির সাকরাইন উৎসব কাল
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর