শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভুয়া চিকিৎসকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালামে মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের একজন চিকিৎসককে দুই বছরের কারাদন্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা সাড়ে ১২টায় মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। ডিএমপি সূত্র জানায়, মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের ডা. সেলিম মিয়া ডাক্তারি সনদপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে দুই বছরের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ডাক্তারি সনদপত্র যাচাই-বাছাই না করে তাকে নিয়োগ দেওয়ার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক দারুস সালাম থানা পুলিশের সহায়তায় এ অভিযানটি পরিচালনা করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর