মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চাঁদাবাজির অভিযোগে ডিএসসিসির দুই কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে এবং ম্যাজিস্ট্রেটের গানম্যান পরিচয়ে চাঁদাবাজির সময় জাকির সুপার মার্কেটের সামনে থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চেইনম্যান নোবেল হাসান মিঠু এবং নগর ভবনের আনসার ক্যাম্প ইনচার্জ ও ডিউটি পরিদর্শক (পিসি) মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল নোবেল হাসান মিঠু ও মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়। এ ধরনের অনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ায় চেইনম্যান মো. নোবেল হাসান মিঠুকে চাকরিচ্যুত করা হয়েছে।

একই অপরাধে আনসার ক্যাম্প ইনচার্জ মো. শহিদুল ইসলামের কর্মকান্ড অবহিত করে তার নিয়ন্ত্রণকারী দফতরে (আনসার ও ভিডিপির জোন অধিনায়ক, ডিএমএ-দক্ষিণ) অবহিত করে পত্র দেওয়ার লক্ষ্যে নথি উপস্থাপন করা হয়েছে। সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে চেইনম্যান মিঠুকে চাকরিচ্যুত করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১৯-এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং করপোরেশনের স্বার্থ রক্ষার্থে সম্পত্তি বিভাগের চেইনম্যান মো. নোবেল হাসান মিঠুকে চাকুরী হতে অপসারণ করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর