শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
মতবিনিময় সভায় সুজন

চসিকে দুর্নীতি নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করা জরুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সদ্যসাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, সিটি করপোরেশনের প্রতিটি বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে হবে। দুর্নীতি সারা বাংলাদেশে যেটা আছে, চট্টগ্রাম সিটি করপোরেশনও এর বাইরে নয়। চসিক বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপও নয়। তাই চসিকের দুর্নীতি সমূলে নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করা জরুরি। নতুন মেয়রকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। চোখ-কান খোলা রেখে দুর্নীতিবাজদের যদি আশ্রয়-প্রশ্রয় না দেন তাহলে দুর্নীতি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। গতকাল দুপুরে নগরের সিনিয়র্স ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। গত বছরের ৬ আগস্ট থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি চসিকের প্রশাসকের দায়িত্ব পালন করেন। পদ থেকে বিদায় নেওয়ার পর গত ছয় মাসের অভিজ্ঞতা তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিদায়ী চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, বেসরকারি কনটেইনার ডিপো বা ইয়ার্ডগুলো চট্টগ্রামের গলার কাঁটা। এসব ইয়ার্ডের কারণে নগরের প্রবেশমুখসহ বিমানবন্দর, কাঠগড় সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট হচ্ছে। প্রডাকটিভ পোর্টের জন্য গতিশীল শহর দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর