শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
মেয়র তাপসের ঘোষণা

খেলার মাঠে কোরবানির হাট বসবে না

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরে খেলার মাঠ খুঁজে পাওয়া মুশকিল। যা আছে তাও অধিকাংশ সময়ে নানা কাজে ব্যস্ত থাকে। মাঠের অভাবে ছেলে-মেয়েরা ঘরে বসেই সময় কাটাচ্ছে। সামান্য বিনোদনের সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল ডিএসসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেয়র তাপস ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটিতে অবশ্যই উন্মুক্ত মাঠ থাকবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। ছেলেমেয়েরা যেন খেলতে গিয়ে কোনো সমস্যায় না পড়ে তা তিনি গুরুত্বসহকারে দেখবেন। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরকে এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে। মেয়র ঘোষণা দেন আগামীতে খেলার মাঠে কোরবানির হাট বসবে না। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয় তরুণদের উৎসাহ জোগাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রথমবারের মতো আন্তঃওয়ার্ড ক্রীড়া উৎসবে করবে।

 ফুটবল ও ক্রিকেট বড় দুই খেলা মিলেই ক্রীড়া উৎসব হবে। তা ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে। প্রতিযোগিতায় ৭৫টি ওয়ার্ডকে সম্পৃক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৪ দল ক্রিকেট ও ৬৩টি দল ফুটবলে অংশ নেবে। এ খেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে মধুমতি ব্যাংক ও গোল্ড স্পন্সর ওরিয়ন গ্রুপ। টুর্নামেন্ট হবে নকআউট পদ্ধতিতে। ১৫ মার্চ ফুটবলে সমাপনী ও একই দিনে আউটার স্টেডিয়ামে ক্রিকেটের ফাইনাল খেলা। ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকার পুরস্কার। রানার্সআপরা ৩ লাখ। সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর