মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাজস্ব খাতে নিয়োগ দাবি করেছে পুলিশ হাসপাতালের ১১০ কর্মী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ হাসপাতালগুলোতে কর্মরত ১১০ জন কর্মচারী নিজেদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন। বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহ আধুনিকায়ন (১ম পর্যায়ে ৭টি) শীর্ষক (সমাপ্ত) উন্নয়ন প্রকল্পে একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত ৩১৪ জনের মধ্যে ১৯১ জন সরকারি নিয়োগ পেলেও বাদ রয়ে গেছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ১১০ জনের প্রধান সমন্বয়কারী রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিফটম্যান মো. আবদুল খালেক হাওলাদার, সমন্বয়কারী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নীল রতন, সমন্বয়কারী সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের নার্সিং অ্যাটেনডেন্ট মোছা. শাহানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর