নির্বাচনী সহিংসতার মামলায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামালকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার। এর আগে নির্বাচনের দিন দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনায় কাউন্সিলর সরওয়ার কামালকে আটক করে পুলিশ। জানা গেছে, রবিবার পটিয়া পৌরসভা নির্বাচনের দিন ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান এবং নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ নিহত হন। ঘটনার দিনই আবদুল মান্নান সরওয়ার কামালসহ সাতজনের নামে পটিয়া থানায় মামলা করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        