মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রণোদনা প্যাকেজের অর্থ প্রাপ্তদের তথ্য প্রকাশের দাবি সিপিডির

নিজস্ব প্রতিবেদক

খেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি প্রণোদনা প্যাকেজের অর্থপ্রাপ্তদের ব্যাপারে সঠিক তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছেন। গতকাল ‘২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, চালের দাম নিয়ন্ত্রণে ও সংকট মোকাবিলায় সামনের দিনগুলোর জন্য অন্তত ১০ লাখ টন চাল মজুদ রাখা প্রয়োজন। পাশাপাশি আমদানির ক্ষেত্রে সরকারি উদ্যোগের ওপর জোর দিতে হবে। সিপিডি জানায়, গত বছর এই সময় চাল মজুদ ছিল ১৫ লাখ টন, এখন যা মাত্র ৭ লাখ টন।

সামনের দিনগুলোর জন্য অন্তত ১০ লাখ টন চাল মজুদ রাখা প্রয়োজন। যা আমদানির ক্ষেত্রে সরকারি উদ্যোগের ওপর জোর দিতে হবে। করোনার সময়ে বাংলাদেশের অর্থনীতি অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক ভালো করেছে। এ সময় আগামী ছয় মাস এ ধারা অব্যাহত রাখতে কৃষি, রপ্তানি ও রেমিট্যান্স খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর