শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক

হজরত মুহাম্মাদ (সা.) কে শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গতকাল জুমার নামাজ শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার খালেকবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর হুজুরের পৌত্র মুফতি উসামা আমীন। তিনি বলেন, মহানবী (সা.) কে যারা শেষ নবী মানে না তারা কাফের। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যাপারে স্পষ্ট কোনো ঘোষণা না থাকায় তারা মুসলমানের পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে ইমানহারা করছে। অনতিবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করতে হবে। খাদেমুল ইসলাম ইমাম পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শামছুল হক। বক্তৃতা করেন মুফতি উসামা আমিন, মাওলানা আতাউর রহমান, মুফতি মাকসূদুল হক, মাওলানা ফরিদ আহমাদ, মুফতি হুজাইফা আমীন, মাওলানা হায়াত আলী, মুফতি খালেদ সাইফুল্লাহ, মুফতি মুহাম্মাদ তাসনীম, মাওলানা ফখরুল আলম, মাওলানা নাজির বিন হাশেম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর