শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনায় হেরোইন পাচার মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় হেরোইন পাচার মামলায় রিপন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দেওয়া হয়। গতকাল খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামি শাহিন মোড়ল ও মহিউদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণাকালে আসামি রিপন শেখ ও মহিউদ্দিন মোল্লা পলাতক ছিলেন। জানা যায়, ২০১৮ সালের ৬ এপ্রিল ডুমুরিয়ার চুকনগর বাজার থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ ওই তিনজনকে গ্রেফতার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. অহিদুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। ওই বছরের ৫ সেপ্টেম্বর থানার এসআই মো. আশিকুল আলম তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর