সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চাকরি দেওয়ার প্রলোভনে পুলিশ সদস্যের প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাকরি দেওয়ার প্রলোভনে চার যুবকের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীরা হলেন- রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মহল্লার মাইনুল ইসলামের ছেলে মইদুল ইসলাম, দাসপুকুর এলাকার আবু তাহেরের ছেলে তৌফিকুর রহমান, তানোর উপজেলার বাকসপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে আবদুল রাহেল ও বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া সুফিপাড়া গ্রামের খোরশেদ আলম চৌধুরীর ছেলে রুহুল আলম চৌধুরী। এদের মধ্যে তৌফিকুর ও মইদুলকে সেনাবাহিনীর অফিস করণিক, রুহুলকে স্টোরম্যান এবং রাহেলকে মেস ওয়েটার পদে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল।

ভুক্তভোগীরা বলছেন, প্রতারক চক্রের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক রাহুল চাকমা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত। তার বাড়ি খাগড়াছড়ি। আরেক প্রতারক তারেক আজিজ পুলিশের কনস্টেবল পদ থেকে চাকরিচ্যুত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায়। অন্যজনের নাম রবিউল আওয়াল ওরফে আবীর। তার বাড়িও মনাকষায়। জানা গেছে, ভুক্তভোগীদের সঙ্গে দেখা করার সময় এসআই রাহুল চাকমা পুলিশের পোশাক পরেই থাকতেন। তারেক আজিজ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তা পরিচয় দিতেন। তারেক আজিজকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর