শিরোনাম
সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনে মজুরি-ঈদ বোনাসের নিশ্চয়তা চান পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

লকডাউনে পোশাক শিল্পের শ্রমিকদের পূর্ণ মজুরি ও চাকরির নিশ্চয়তাসহ ঈদ বোনাস নিশ্চিত করার দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি। সংগঠনটি বলেছে- লকডাউনে কারখানা বন্ধ থাকলে খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের জীবন-জীবিকা চলমান রাখার স্বার্থে কোনো ভাবেই তাদের পূর্ণ মজুরি ও ঈদ বোনাসসহ চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। এক্ষেত্রে কোনো অপপ্রয়াস শ্রমিকরা মেনে নেবে না।

গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি সভাপতি বদরুদ্দোজা নিজাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহমিনা রহমান। তারা এক বিবৃতিতে বলেন, ‘শ্রমিকদের করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার এবং অন্যকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করার উদাত্ত আহ্বান জানাই।

 শ্রমিকদের এ বছর কোনো অজুহাতে মজুরি ও ঈদ বোনাসসহ চাকরিচ্যুতি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানাই’।

সর্বশেষ খবর