শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বেপরোয়া ইয়াবা পাচার

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন কার্যকরে ব্যস্ত। এই সুযোগ কাজে লাগাচ্ছে মাদককারবারিরা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

লকডাউনের মধ্যে ইয়াবার ট্রানজিট পয়েন্ট কক্সবাজার থেকে আসছে ইয়াবার বড় বড় চালান। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় পাচারের সময় বেশ কয়েকটি বড় চালান জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানান- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লকডাউন কার্যকরে ব্যস্ত। তাই এ সুযোগকে কাজে লাগাতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বেপরোয়া ইয়াবা ব্যবসায়ীরা। ‘লকডাউন’ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি চালান জব্দ করেছে চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেল। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে দেন চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে জানান, প্রশাসন লকডাউন কার্যকর করতে বেশি ব্যস্ত। এ সুযোগকে কাজে লাগিয়ে বড় বড় ইয়াবার চালান নিয়ে আসছে। গত সাত দিনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে পাচারের সময় বেশ কয়েকটি চালান জব্দ করেছে পুলিশ।’ করোনা প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ তথা লকডাউনের ঘোষণা দেয় সরকার। লকডাউন কার্যকর করতে সম্মুখ সারিতে রয়েছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের ব্যস্ততার সুযোগে ইয়াবার ট্রানজিট পয়েন্ট কক্সবাজার থেকে একের পর এক নিয়ে আসছে ইয়াবার বড় বড় চালান। পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান কিংবা রোগী সেজে কক্সবাজার থেকে ইয়াবা পাচারের সময় জব্দ করা হয় ইয়াবার বড় বড় চালানগুলো। পুলিশ জানায়, ২০ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ এপ্রিল লোহাগাড়া ও কর্ণফুলী এলাকায় পৃথক দুটি অভিযানে ২৬ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়। একই দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি মিনি ট্রাক জব্দ করা হয়। ১৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ১৭ এপ্রিল কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়। ১৬ এপ্রিল সাতকানিয়া থানাধীন আফজালনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়। ১৪ এপ্রিল নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিন লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর