শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

কমছে বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মেয়াদ আবারও কমানো হচ্ছে। ১৪ দিনের বদলে তাদের তিন থেকে সাতদিন কোয়ারেন্টাইনে রেখে করোনা টেস্ট করে নেগেটিভ পেলে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে। গত বৃহস্পতিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আগামী দুই-একদিনের মধ্যে জারি হতে পারে। নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। সম্প্রতি সরকার দেশ-বিদেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের বিভিন্ন দেশে ফিরে যেতে এবং প্রবাসী কর্মীদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট চালু করেছে। যারা ফিরছেন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার শর্ত বেঁধে দেওয়া হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর