বুধবার, ৫ মে, ২০২১ ০০:০০ টা

’৭১-এর শকুনরা পেছন দিয়ে ক্ষমতায় যেতে চায়

নিজস্ব প্রতিবেদক

’৭১-এর শকুনরা পেছন দিয়ে ক্ষমতায় যেতে চায়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, করোনার মহামারীর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের ১৮ কোটি মানুষকে বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। যেখানে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার ঘুম নাই, তখন ’৭১-এর শকুনেরা পেছন দিয়ে ক্ষমতায় যেতে চায়। গতকাল সকালে খামারবাড়ির কেআইবি মাঠে কৃষক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুর রহমান বলেন, ষড়যন্ত্রকারীদের অভিলাষ বাস্তবায়ন হবে না। শেখ হাসিনার মানবতার কাছে ওদের ষড়যন্ত্র খড়কুটোর মতো উড়ে যাবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আমরা মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার এই মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কৃষক লীগ সারা দেশে কাজ করে যাচ্ছে। দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, করোনার এই কঠিন সময় দেশের মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হোসনে আরা এমপি, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. সাখাওয়াত হোসেন সুইট, বিশ্বনাথ সরকার বিটু, শামীমা শাহরিয়ার এমপি প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর