রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা
এক নজরে

ভারতফেরত ৪৪৫ জন কোয়ারেন্টাইনে খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরা ৪৪৫ জন বাংলাদেশিকে দুই সপ্তাহের জন্য খুলনায় ১১টি স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে বিভিন্ন হোটেল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাদের আবাসনসহ খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে কোয়ারেন্টাইনে থাকা যাদের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো তাদের নিজ খরচে খাবার গ্রহণ করতে হচ্ছে। এখানে চিকিৎসা সেবায় কাজ করছে তিনটি মেডিকেল টিম। গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী এসব তথ্য জানান। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, ভারতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বেনাপোল থেকে দেশে প্রবেশের পর যশোর পুলিশ তাদেরকে রিসিভ করে খুলনায় পৌঁছে দিয়েছে। তিনি বলেন, ভারত থেকে আসার পর খুলনায় ২০টি স্থানে ৭০০ জনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, খুলনা, সাতক্ষীরা বাগেরহাটসহ এ অঞ্চলের উল্লেখযোগ্য মানুষ চিকিৎসা নিতে ভারতে যায়। অনেকেই সেখানে গোপনে কর্মক্ষেত্রেও জড়িত রয়েছে। ভারতে করোনা ভয়ানক অবনতি হওয়ায় তারা দেশে ফিরতে শুরু করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর