শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

চাঙা শেয়ারবাজারে তিন বছরের মধ্যে সর্বোচ্চ সূচক

নিজস্ব প্রতিবেদক

চাঙা শেয়ারবাজারে তিন বছরের মধ্যে সর্বোচ্চ সূচক

একদিনেই শেয়ারবাজারে সূচক বেড়েছে ১০১ পয়েন্ট। গতকাল দর বৃদ্ধিতে চাঙা হয়ে ওঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের অবস্থান পৌঁছেছে প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি। যা ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। এই পুঁজিবাজারের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৭৭ পয়েন্ট।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ১০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে ওঠে এসেছে। লেনদেন হয়েছে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার। এ নিয়ে গত ছয় দিনের মধ্যে তিন দিনই লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল। আগের দিন ডিএসইতে ২ হাজার ৮ কোটি টাকার লেনদেন হয়। গতকাল হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির, অপরিবর্তিত আছে ৫৮টির দর। দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি টাকা। যা আগের কার্যদিবসে ছিল ৪ লাখ ৯৮ হাজার ৫৮০ কোটি টাকা।  অর্থাৎ একদিনে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৬৩ কোটি টাকা। বড় অঙ্কের লেনদেনের দিনে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনে সর্বশেষ দর ছিল ৮৫ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের ৬৯ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬০ কোটি ৩৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ২৭৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে। ১২৫টির দাম কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর