মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা
ঢাবি ডিন্স কমিটির সুপারিশ

পয়লা জুলাই থেকে সশরীরে পরীক্ষা অনলাইনে ফরম পূরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পয়লা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বর্ষের পরীক্ষা সশরীরে নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় ডিন্স কমিটি। এজন্য অনলাইনেই ভর্তি ও ফরম পূরণ করবেন শিক্ষার্থীরা। গতকাল ঢাবি ডিন্স কমিটির এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। আজ একাডেমিক কাউন্সিলের সভায় এসব চূড়ান্ত হবে বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, ‘পয়লা জুলাই থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। সশরীরে উপস্থিত হয়েই পরীক্ষা দিতে হবে।  পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। শিক্ষার্থীরা অনলাইনেই পরীক্ষার ফরম ফিল-আপ করবে।

আগে ভর্তি নিশ্চিত করতে হবে। হল ও বিভাগ দুটিরই ভেরিফিকেশন অনলাইনেই হবে। কোনো ফি বকেয়া থাকলে তা-ও অনলাইনে দেওয়া যাবে। শিক্ষার্থীরা যথানিয়মে প্রবেশপত্রও ডাউনলোড করে নিতে পারবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর